|
Date: 2023-08-03 15:51:48 |
সর্বশেষ ২০১৯ সালে একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইতোমধ্যেই সমাবর্তনের জন্য প্রস্তুত রাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে সময় চাওয়া হয়েছে। আচার্য প্রদত্ত সময় অনুযায়ীই হবে সমাবর্তন।
সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আবদুস সোবহানের আশ্বাসে ২০১৮ সালে ও ২০১৯ সালে যথাক্রমে দশম ও একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।
বিগত প্রায় ৪ বছরে আর কোনো সমাবর্তন অনুষ্ঠিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষার্থীরা। অবশেষে ২০২৩ সালের নভেম্বরের দিকে সমাবর্বিতনের আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়েরই উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।
সমাবর্তন বিষয়ে অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, 'মহামান্য রাষ্ট্রপতি যখন সময় দিবেন, কেবল তখনই আমরা তারিখটি আপনাদেরকে বলতে পারবো। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যেই, বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর একটি প্রস্তাবনা দিয়েছি। আমরা চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনটি আয়োজন করতে চাচ্ছি।'
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সমাবর্তন আয়োজনের জন্য প্রাথমিক কিছু কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি পেলেই সমাবর্তন আয়োজনের মূল কার্যক্রম শুরু করা হবে।
বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর একজন শিক্ষার্থীর কাছে সমাবর্তন মানে দারুণ উপভোগ্য এক অনুভূতি। কালো রঙের গাউন-টুপি পরে শিক্ষা সনদ গ্রহণ করা—গ্র্যাজুয়েটদের জন্য বিশেষ একটি মুহূর্ত। নিয়মিত সমাবর্তন আয়োজন না হওয়ায় সেই সুযোগ থেকে ক্রমাগত বঞ্চিত হচ্ছেন রাবির গ্র্যাজুয়েটরা।
দেশের দ্বিতীয় প্রাচীন উচ্চ বিদ্যাপীঠ হলেও সমাবর্তনের দিক থেকে অনেক পিছিয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৬৯ বছর পেরিয়ে ৭০ এ পা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি; অথচ সমাবর্তন হয়েছে মাত্র ১১ টি।
উল্লেখ্য, ২০১৮ এবং ২০১৯ সালে যথাক্রমে দশম ও একাদশ সমাবর্তন আয়োজন করেছিল রাবি কর্তৃপক্ষ; সেই সমাবর্তনগুলোতে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান আশ্বাস দেন নিয়মিত সমাবর্তন আয়োজনের। তবে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আসার পরে নতুন আর কোনো সমাবর্তন হয়নি।
© Deshchitro 2024