|
Date: 2023-08-04 03:55:19 |
লেখকঃ মোঃ জাহিদ হাসান
বত্রিশ নম্বর ভিলায় শোনা যায়
ছোট্ট শিশুর রাসেলের মুক্তকণ্ঠ,
আকাশে বাতাসে ছেয়ে যায়
সুখের আনন্দ।
এ দুরন্ত শিশুর খেলাধুলায় হাসিতে যায়
ভরপুর আনন্দে,
বিজয় উল্লাস শুনে
আনন্দে মাতে জয় বাংলা বলে।
এমন সময় আঘাত হানলো
ঘাতকের সঙ্গার্ণ।
মারতে কাঁপলো না
ঘাতকের হস্ত।
আমাদের বন্ধু শেখ রাসেল
তোমার কথা আমরা
ভুলিতে পারবোনা।
আমাদের বন্ধু শেখ রাসেল
শুভ জন্মদিন,
কি করে শোধ করবো
তোমার রক্ত ঋণ।
© Deshchitro 2024