|
Date: 2023-08-04 09:53:40 |
কুড়িগ্রাম জেলার উলিপুরে বিদ্যুৎ স্পর্শে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
মৃত্যু ব্যক্তির নাম আজম আলী(৪৫)।
তিনি উপজেলার নুতন অনন্তপুর কামাড়পাড়া গ্রামের মৃত কাশেম আলীর ৬ষ্ঠ পুত্র। তিনি চিলমারী উপজেলার থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখায় শিক্ষকতা করতেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪ আগষ্ট শুক্রবার বেলা ১২ টা ৪৫ মিনিটের দিকে তার বাসার মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি আকস্মিকভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন।
এ অবস্থায় তার স্বজনরা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান।এস আই মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করছেন।
এ ব্যাপারে উলিপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মত্তুর্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
© Deshchitro 2024