|
Date: 2023-08-04 10:16:58 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২০২২-২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মিঃ নবেশ খকশি, সেক্রেটারী অসীম ম্রং, সদস্য নন্দ গোপাল, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমাসহ আদিবাসী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীগণ। ওই সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ২০০ শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
© Deshchitro 2024