সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতাকর্মী। 


 ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন তারা সাবেক এই রাষ্ট্রপতিকে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানিয়েছে মানববন্ধনে। 


 ৪ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া নেতৃত্বে এই  মানববন্ধনের আয়োজন করা হয়।উক্ত মানববন্ধনে এমন দাবি তুলেন নেতাকর্মীরা।



মানববন্ধন শেষে শহরের ঝুমুর চত্বরে বিক্ষোভ মিছিল করে পরবর্তীতে  নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।  


এতে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি ছাড়াও বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং কানাডা ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠন আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।


উক্ত মানববন্ধনে মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, গোফরান বাবু, দিপু মাহমুদ,  দিদার মোল্লাসহ অনেকে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024