ঝালকাঠির নলছিটি উপজেলার ৯ জন ৪১তম বিসিএসের ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে প্রশাসন ক্যাডার ১ জন, পুলিশ ক্যাডার ২ জন, শুল্ক ও আবগারি ক্যাডার ১ জন, শিক্ষা ক্যাডার ৩ জন, এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ২জন ক্যাডার সুপারিশ হয়েছেন। 

প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছেন- নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের সাইফুন নাহার তন্বি। পরিবার পরিকল্পনা ক্যাডারে হয়েছেন রানাপাশা ইউনিয়নের কাজী ইসরাত জাহান তন্নি ও শিহাব শারার মুকিত। পুলিশ ক্যাডারে হয়েছেন- কুলকাঠি ইউনিয়নের অনির্বান দাস অমিত ও আজিজুর রহমান রাফি। শিক্ষা ক্যাডারে- নাচন মহল ইউনিয়নের মৌসুমি মুন্নি, আমিনুল ইসলাম আলভি, রানা পাশা ইউনিয়নের আফসানা ইলমি। এবং শুল্ক ও আবগারি ক্যাডারে হয়েছেন- নাচনমহল ইউনিয়নের এম নাঈমুর রহমান।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। 

প্রিলি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হলে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। এদেরমধ্যে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024