বগুড়ার শাজাহানপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১৫ (পনের) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। 

আটককৃতরা ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার বোইসা মোড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল হোসেন (৩২) এবং তার স্ত্রী  মোছাঃ শাহেদা (২৭)।

৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরেজিস্ট্রার অফিসের সামনে  হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ (পনের) কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024