শৈলকূপা (ঝিনাইদহ)  সংবাদদাতাঃঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপার ভাটই বাজার বঙ্গবন্ধু কলেজের সামনে সড়ক দুর্ঘটনায়  মাহিন (১৬) নামের এক শিক্ষার্থী   নিহত হয়েছে বলে জানা গেছে।  সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত মাহিন জেলার হরিনাকুন্ডু  উপজেলার  আমতলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।এলাকাবাসী  সুত্রে জানা গেছে,  উপজেলার ভাটই বাজার থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া  ঝিনাইদহ মহাসড়কের ভাটই বঙ্গবন্ধু কলেজের সামনে ঝিনাইদহ দিক থেকে আরেক টা মোটরসাইকেল এসে মুখোমুখি সংর্ঘষ হয়।সংবাদ পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা রত অবস্থায় আহত মাহিন মারা যায়।   এব্যপারে শৈলকূপা উপজেলা  ফায়ার সার্ভিসের দায়িত্বরত  অফিসার সন্জয় কুমার  জানান  আহতদের উদ্ধার করে আমরা চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে  মাহিন নামের এক মোটরসাইকেল আরোহীমারা  যায়।  এব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে আমি শুনেছি।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024