কক্সবাজারের টেকনাফের মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ নূর (১৯) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।


বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মৌলভী পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান কালে র‌্যাব আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ নূরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক কারবারীর মোহাম্মদ নূর (১৯), পিতা-রশিদ আলী, গ্রাম-মৌলভী পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।


ধৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তার বসত ঘরের শয়ন কক্ষের পশ্চিম পাশে খাটের নিচে ইয়াবা মজুদ রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আটককৃত মাদক কারবারী জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদক অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক মজুদ করত। পরবর্তীতে তিনি অত্যন্ত কৌশলে উক্ত মাদক নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।


উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024