সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনু্ষ্টিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায়  সদর উপজেলার বাবুলিয়া ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজির আহমেদ’র সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপষ আচার্য্য, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় বাঁশদহা ইউনিয়ন দল বনাম আগরদাঁড়ি ইউনিয়ন দল। প্রথমার্ধের খেলার নির্ধারিত সময়ে আগরদাঁড়ি ইউনিয়ন দল ২টি গোল করে। দ্বিতীয়ার্ধের খেলায় তুমুল লড়াইয়ের পরও বাঁশদহা ইউনিয়ন দল গোলের দেখা পায়নি। আগরদাঁড়ি ইউনিয়ন দলের পক্ষে প্রথম গোলটি করে কামরুজ্জামান এবং দ্বিতীয় গোলটি করে সুমন। ফলে বাঁশদহা ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে আগরদাঁড়ি ইউনিয়ন দল উদ্বোধনী খেলায় জয়লাভ করে। খেলা পরিচালনা করে রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, পিপুল খান ও আব্দুল গফ্ফার। দুপুর ২টার পর থেকেই বাবুলিয়া ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024