|
Date: 2023-08-05 08:13:55 |
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা মতবিনিময় ২০২৩ শুক্রবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিকেএ মৌলভীবাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ওজেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো: আবদুল আলীম, কেন্দ্রীয় সহশিক্ষা সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় অনলাইন এনালিস্ট মুহা. ফজলে রাব্বি।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুজন, মৌলভীবাজার জেলা কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রাশিদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা বকশ, জেলা কমিটির নির্বাহী সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আলী আহমদ, জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ দাস, শ্রীমঙ্গল উপজেলা সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া, অর্থ সম্পাদক সানা কান্ত শীল প্রমুখ
অনুষ্ঠানে মহাসচিব মিজানুর রহমান সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ফুলে দিয়ে বরণ করে নেন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠনটি সারা দেশের কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলাসহ দেশের প্রতিটি জেলা উপজেলায় এ সংগঠনের শাখা রয়েছে।
© Deshchitro 2024