|
Date: 2023-08-05 08:22:28 |
বগুড়ার নন্দীগ্রামে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আ'লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মুকুল মিঞা, স্বপন চন্দ্র মহন্ত, সরফুল হক উজ্জ্বল, শামীম শেখ, মাহফুজা বেগম, আনন্দ কুমার রায়, গোলাম মোস্তফা, এফ ফারুক কামাল, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন মিলন, সুজন প্রামানিক, বকুল হোসেন, শাহিরুল ইসলাম, আতোয়ার হোসেন মান্না, গোলাম মোস্তফা গামা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোফাজ্জল বারী, ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সহ-সভাপতি আল নোমান নাদিম, ছাত্রলীগ নেতা আল জাহিদ প্রমুখ। সভাশেষে এক বিশেষ দোয়া করা হয়।
© Deshchitro 2024