|
Date: 2023-08-05 08:51:38 |
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার ০৫ আগস্ট ২০২৩ ইং সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে তার অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপরে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা আমিন , রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024