ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে থানাধীন  ফৌজদার হাট ক্যাডেট কলেজের  সামনে   একটি  কন্টেইনারবাহী লরি প্রাইভেটকারের ওপর এসে  পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে কারের ভেতরে থাকা ৫ যাত্রী। এদের মধ্যে একটি  ২ জন শিশুও রয়েছে বলে জানা গেছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা  ১২'টার দিকে  প্রাইভেটকার ( চট্র মেট্রো - গ ১১-৮৭৩৩)  এ  আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


বিষয়টি নিশ্চিত করে  আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক  বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি  উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ৫ জনকে জীবিত  অবস্থায় উদ্ধার করে হাসপাতালে  প্রেরন করে।


এক প্রতক্ষ্যদর্শী জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে হঠাৎ একটি লরি  প্রাইভেটকারে চাপা দেয়। এ সময় ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে পাঁচজনকেকে জীবিত উদ্ধার করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024