|
Date: 2023-08-05 10:51:20 |
উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ প্রতিবাদ মিছিল বের করেন।
শনিবার সকালে উখিয়ার সোনারপাড়া বাজারে মানবন্ধন অনুষ্ঠিত হয়।পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের খেলার মাঠে জড়ো হলে সেখান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।
মানবন্ধনে বক্তারা শিক্ষককের উপর হামলায় জড়িতদেরকে গ্রেপ্তারপূর্বক দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।
প্রাক্তন শিক্ষার্থীরা জানায়, অভিযুক্তরা ইতোপূর্বে
ইউএনও, এসিল্যান্ড, পুলিশের উপর হামলা চালিয়ে দিনদুপুরে সরকারি গাড়ি ভাঙচুর করেছিল এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলা চালিয়েছিলো। তাই এবার তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারাঁ।
গেলো শুক্রবার সকালে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের আন্ত: ক্রীড়া প্রতিযোগিতার জন্য মাঠ সংস্কার কালে বিদ্যালয়ের সীমানা বিরোধের জের ধরে সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলুর উপর ওই এলাকার আবু ছৈয়দ ফজলীর নেতৃত্বে ছৈয়দ নুরসহ আরো কয়েকজন অতির্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলু বাদী হয়ে ৫ জনকে আসামি করে উখিয়া থানায় এজাহার দায়ের করলেও এখনো মামলা রেকর্ড না করায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক জুয়েল মামুন, সোনারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মো. ফয়সাল, এড. সাকো আলম শাকো, আব্বাস উদ্দিন জয়, মোহাম্মদ হোসাইনসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
© Deshchitro 2024