|
Date: 2023-08-05 12:43:35 |
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৫ই আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি উখিয়া সালেহ আহমদ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বশিরুল আল মামুন।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন শাহীন, ইসলামিক ফাউন্ডেশন উখিয়ার প্রতিনিধি মাওলানা আমিনুল ইসলাম হেলালী,ও দুই শিক্ষার্থী ।
এ সময় বক্তারা বলেন স্বাধীনতা পরবর্তী দেশের ক্রীড়াঙ্গনে এবং যুব সমাজের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে শেখ কামালের অবদান চিরস্মরণীয়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024