বগুড়ার আদমদীঘিতে পুকুর পাড় থেকে শিয়ালে খাওয়া এক যুবকের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার হওয়ার ২০ দিনেও পরিচয় মিলেনি। তাকে কেউ কৌশলে হত্যা করে ফেলে রেখেছে না কি অন্য কোন রহস্য রয়েছে তা এখনও উৎঘাটন করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রোববার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাসট্যান্ডের পাশে থলপাড়া কাশিয়াগাড়ি নামক নির্জন স্থানে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মাথা থেকে কোমর পর্যন্ত শিয়ালে খাওয়া বিচ্ছিন্ন মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। তার মাথার খুলি দেহ থেকে প্রায় ৫০ গজ দুরে পাওয়া যায়। পুলিশ ময়না তদন্তের জন্য অজ্ঞাত ওই যুবকের মরদেহ বগুড়া মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করার ২০ দিন অতিবাহিত হলেও এখনও তার পরিচয় কিংবা কোন রহস্য উৎঘাটন হয়নি। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির পৃথক টিম তার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। তার রির্পোট এখনও পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার রির্পোট পাওয়া গেলে পরিচয় শনাক্ত করা যাবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024