নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি বগুড়ার নন্দীগ্রামে সরকারি মহিলা ডিগ্ৰী কলেজে নবীন বরণ অনুষ্ঠানের জমকানো আয়োজন করায় উপজেলা জুড়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। শনিবার (৫ আগষ্ট) দুপুর ১২ টায় সরকারি মহিলা ডিগ্ৰী কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্ৰী কলেজে নবীন বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৪ দলীয় জোটের শরিক জাসদের এমপি একেএম রেজাউল করিম তানসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আনিছুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ওসি আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন। এই শোকের মাসে এমন অনুষ্ঠান হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ উপজেলা জুড়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। জাতীয় শোক দিবসের মাসকে বিতর্কীত করতে এই আয়োজন করেছেন কলেজ কর্তৃপক্ষ। নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ ওসমান গনি সরকার বলেন, আমি এই অনুষ্ঠান করতে চাইনি। তবে শিক্ষার্থীদের অনুরোধে করেছি। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবা নুসরাত বলেন, কলেজে কোন অনুষ্ঠান বিষয়ে আমার জানা নেই। তাই আমি যায়নি । আর আমাকে ওই অনুষ্ঠানে সভাপতি করা হয়েছে তা আমিই জানিনা। এবিষয়ে জানতে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024