|
Date: 2023-08-06 05:10:26 |
পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের পিছনে অবদান থাকে তার পরিবারের অনুপ্রেরণা। খুব নিচে থেকে উঠে আসা মানুষ সফলতায় পৌঁছাতে আর কারো অনুপ্রেরণা পাক কিংবা না পাক,পরিবারের যেকোনো একটা মানুষের অনুপ্রেরণায় সে সফল হয়।
একজন পুরুষ সফল হওয়ার পিছনে একজন নারীর অনুপ্রেরণা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।হোক সে মা,বোন,প্রেমিকা কিংবা স্ত্রী।পরিবারের অনুপ্রেরণাই একটা মানুষকে মানসিক ভাবে অনেকটা সাহসী করে তুলে।
কিন্তু যে মানুষের জীবনে পরিবারের কোনো সাপোর্ট নেই,কোনো মানসিক ভরসা নেই,সেই মানুষ সফলতার মুখ কখনোই দেখতে পারে না!পুরুষের জীবনে একজন নারীর শক্ত সাপোর্ট কিংবা অনুপ্রেরণা না থাকলে,সে পুরুষ বরাবরই ব্যর্থ।বেশিরভাগ নারী চায় সফল পুরুষ,তবে ব্যর্থ পুরুষকে সফলতা অবধি পৌঁছে দিতে ঠিক ক'জন নারীই বা চায়?
মানুষ সফলতা সফলতা বলে গলা শুকায়।কিন্তু যে মানুষ নিজের পরিবারের কাছে অবহেলিত,যে মানুষের জীবনে কারো ভূমিকাই নেই অনুপ্রেরণা দেয়ার,সেই মানুষ সফলতার ধারেকাছেও যেতে পারে কখনো?মনে হয় না!
হতাশাগ্রস্ত আর জীবন নিয়ে দুশ্চিন্তা করা মানুষগুলোও সফল হতে চায়।তবে তাদের অনুপ্রেরণা কিংবা সাহস দেয়ার কেউ থাকে না আসলে।না পরিবার,না সমাজের মানুষ,আর না পুরুষের জন্য কোনো নারীর শক্ত সাপোর্ট কিংবা অনুপ্রেরণা!সব মানুষই সফল হতে চায়।তবে পরিবার যাদের বিপরীতে,তারা সফলতার মুখ দেখতে চেয়েও দেখতে পারে না!
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024