|
Date: 2023-08-06 06:05:45 |
বাংলাদেশ রোভার স্কাউট বরিশাল এর আয়োজনে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ বরিশাল এর সেমিনার কক্ষে বাংলাদেশ স্কাউট বরিশাল জেলা রোভার গ্রুপ সভাপতি ওয়ার্কশপ ২০২৩ অনুষ্ঠিত হয় আজ ৫ আগস্ট শনিবার দুপুর সাড়ে ১২ টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ শাহজাহান এলটি বাংলাদেশ রোভার স্কাউট। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোঃ গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, কমিশনার বরিশাল জেলা রোভার স্কাউট এস, এম তাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ বৃন্দরা। শুরুতে অতিথিরা বাংলাদেশ স্কাউট বরিশাল জেলা রোভার এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন আলোচনা করেন।
© Deshchitro 2024