কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করা গণপরিবহন পায়রা বাস সার্ভিসের একটি বাসের ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশু পথচারী নিহত হয়েছে।


রবিবার (৬ আগস্ট) দুপুর ২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।



নিহত উম্মে হাবিবা (৭), ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাজির হোসেনের কন্যা।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বেপরোয়া গতিতে কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিলো পায়রা সার্ভিসের কক্সবাজার-জ ১১-০২৩২ বাসটি। পথিমধ্যে মিনাবাজার এলাকায় পৌঁছালে বাসটি উম্মে হাবিবাকে ধাক্কা দেয়, চালক তাতেই কান্ত না হয়ে চালাতে থাকলে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই সে মারা যায়।


পরে স্থানীয়রা গাড়িটি জব্দ করে পুলিশে খবর দেয়, পালিয়ে যায় বাসের চালক ও হেলপার।



পরিবার সূত্রে জানা গেছে, মাদরাসা থেকে ফিরে নানার সাথে বাসায় যাচ্ছিলো উম্মে হাবিবা।


হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ( এস আই) সিরাজুল ইসলাম বলেন, ” খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। সুরতহাল শেষে নিহত উম্মে হাবিবার মরদেহ টেকনাফ থানায় পাঠানো হয়েছে, সেখান থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”



স্থানীয়রা বলছেন, এর আগেও অনেকবার পায়রা সার্ভিসের বাস দূর্ঘটনা কবলিত হয়েছে। পায়রা সার্ভিসের অনিয়ন্ত্রিত গতি এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে বারবার এই দূর্ঘটনা ঘটছে, একারণে স্থানীয়দের প্রত্যাশা দ্রুতই প্রশাসন দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024