গাইবান্ধার সুন্দরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত জি আর নং-২৭৬ মামলার আসামি নয়ন রবিদাস, পিতা-শিবলাল রবিদাস, সাং-চাচিয়া মীরগঞ্জ, সুন্দরগঞ্জ থানার জিডি নং-২৬৪, তারিখ-০৫/০৮/২০২৩ ইং, ধারাঃ ১৫১ ফৌঃ কাঃ বিঃ সংক্রান্তে আসামী মোঃ আব্দুর রহিম (২৯), পিতা-মোঃ মোজাফফর পাগলা, সাং-দক্ষিন মরুয়াদহ, এছাড়াও তারাপুর ইউনিয়ন এর  ১. মোঃ শাহিন(৪০), পিতা-মোঃ ছলেমান মন্ডল ,স্থায়ী: গ্রাম- বেকরির চর, ২.  মোঃ আলম শেখ(২৫), পিতা-মৃত মুনছুর আলী ,স্থায়ী: গ্রাম- বেকরির চর, ৩. মোঃ হাফিজুর রহমান(২৭), পিতা-মৃত সুলতান আলী ,স্থায়ী: গ্রাম- রামডাকুয়া, ৪. মোঃ মমিনুল মিয়া @ মমিন(৩৪), পিতা-মৃত নিজাম উদ্দীন ,স্থায়ী: গ্রাম- বেকরির চর, সকলের থানা- সুন্দরগঞ্জ, জেলা -গাইবান্ধাদের জুয়া খেলার বোর্ড হইতে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানার মামলা নং-০৭, তাং-০৬/০৮/২০২৩। 

সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ কে এম আজমিরুজ্জামান জানান সুন্দরগঞ্জে যেকোন অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসাধারণের কাছে নিয়ে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত থানা পুলিশকে জানানোর অনুরোধ, তবেই অপরাধ মুক্ত সুন্দরগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে। 

ধৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024