|
Date: 2023-08-06 13:04:29 |
যশোরের অভয়নগরে স্কুলগামী শিশুদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ আগস্ট) সকালে নারী অধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর অর্থায়নে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নারী অধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি সাফিয়া খানমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জু মনোয়ারা বেগম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিজ্ঞান বিষয়ক শিক্ষক শাহ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম।
© Deshchitro 2024