|
Date: 2023-08-06 14:58:37 |
কুমিল্লার চৌদ্দগ্রামে আজ সকালবেলায় পিতা-মাতা মোবাইল কিনে না দেয়ায় ইসহাক (১১) নামের এক ক্ষুদে বালক আত্নহত্যা করেছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর (হাড়ি সর্দার) গ্রামের রাজমিস্ত্রি লিটন মিয়া ওরফে মিঠন মিয়ার পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ইসহাক গ্রামের চা দোকানে চাকুরী করতো। তার পিতা রাজমিস্ত্রী এবং মা ফ্যাক্টরীতে কাজ করে। কোন রকম তাদের সংসার চলতো, ইসহাক তার পরিবারের কাছে মোবাইল কিনে দেয়ার বায়না ধরে, কিন্তু মোবাইল কিনে না দেয়ায় পরে সকাল আনুমানিক ১০.৩০মিনিটে ঘরের পিলারের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করে সে।
© Deshchitro 2024