|
Date: 2023-08-06 15:18:55 |
ফটিকছড়ি উপজেলা,৪নং ভূজপুর ইউনিয়নের,২নং ওয়ার্ডে মাওলা আলী একাডেমির ব্যবস্থাপনায় ও মইনিয়া যুব ফোরাম ভূজপুর থানা শাখার সহযোগিতায় পবিত্র আহলে বাইতের স্বরণে নানা আয়োজনের মধ্যে দিয়ে ১লা আগস্ট থেকে ৫ই আগস্ট ৫ দিনব্যাপী মহান শাহাদাতে কারবালা মাহফিল ২০২৩ইং এর ৪র্থদিন সম্পন্ন,
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা শাহাদাত হোসাইন আল কাদেরী (মা:জি:আ)
প্রধান অতিথি ছিলেন,
ইউপি সদস্য জনাব মুহাম্মদ নুরুল আলম মেম্বার (গুরামিয়া),বিশেষ বক্তা ছিলেন,মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব (মা:জি:আ) সভাপতিত্বে করেন,হাজী মোহাম্মদ শাহ আলম,বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট চিকিৎসক জনাব ডা. ইদ্রিস আলী শাহিন,সোলাইমান,খোরশেদ, কাউন্সিলর আবুল বশর,নাতে মোস্তফা পেশ করেন ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হোসেন ও ইয়াকুব।মাহফিল পরিচালনা করেন পৃষ্টপোষক জনাব মুহাম্মদ আহসান হাবিব।
© Deshchitro 2024