ঢাকার দোহার উপজেলায় গোপন অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শনিবার (০৫ আগস্ট) সকালে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল উপজেলার জয়পাড়া ও রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৮১০ (আটশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 


রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‍্যাব-১০৷ 


আটককৃত আনোয়ার হোসেন (৪২) উপজেলার বৌ-বাজার এলাকার দোলায়ার হোসেনের ছেলে এবং মো. জুয়েল মন্ডল (২৬), একই উপজেলার রায়পাড়া এলাকার রাজ্জাক মন্ডলের ছেলে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024