সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার করেছে। 


সোমবার (৭ আগস্ট) জগন্নাথপুর উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা ও বর্তমান পশ্চিম ভবানীপুর নিবাসী মৃত সাইদ উল্লাহর পুত্র আব্দুল কাইয়ূম, উপজেলা কসবা গ্রামের আরব আলীর পুত্র রুমন মিয়া ও ঝুমন মিয়া। 


জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহমেদ জানান,  গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024