নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আইছাপাড়ায় ভূমিহীন ৩০টি পরিবারের ঘর আগামী বুধবার (৯ আগস্ট) উদ্ভোধন করবেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ডিজিটাল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত প্রেস ব্রিফিং করে এতথ্য জানান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহম্মেদ উল্যাহ সবুজ, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুল হক, মৎস্য অফিসার আলমগীর হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাছরুল্ল্যা আল মাহমুদ এবং জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার স্থায়ীয় প্রতিনিধি সংগঠনের নেতৃবৃন্দ। 


তিনি বলেন, সারা দেশে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে নোয়াখালীর বেগমগঞ্জ, কুষ্টিয়ার ভেড়ামারা এবং খুলনার তেরখাদা উপজেলায় আগামী বুধবার (৯ আগস্ট) ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের ঘর উপহার দিবেন। এতে বেগমগঞ্জে ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হবে। নির্বাহী অফিসার আরো জানান, এ উপজেলায় আরো যদি কোন ভূমিহীন পরিবার থাকে সঠিক তথ্য যাচাই—বাচাই করে উর্ধ্বতন কতৃর্পক্ষের মাধ্যমে পুর্নবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024