‘সারারাতের বারিবর্ষণে সকালেই চলে এলো বন্যার পানি, চোখের সামনে তলিয়ে গেলো পুরো এলাকা। রাতের মধ্যে এতো পানি আসবে তা কল্পনায় ছিলোনা। নয়তো নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করতাম।’ একথা জানাচ্ছিলেন চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের কৃষক বদিউল আলম। মধ্যরাতে বারিবর্ষণের ফলে সকালে হঠাৎ বন্যার পানিতে সব তলিয়ে যেতে দেখে তড়িঘড়ি করে গৃহপালিত এই গরুগুলো নিয়ে নিরাপদ আশ্রয় স্থলে চলে যাওয়ার এই দৃশ্য দেখা যায়। জায়গায় চলে যাচ্ছে।


কৃষক মো বদিউল আলম উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। এতে আরও দেখা যায়; অনেকে পরিবারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করতে বাঁশের নৌকা নিয়ে চলাচল করছে। এই বর্ষায় বন্যার পানি আরও বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024