বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড় জালিয়াতি দায়ে তিন বছরের সকল পর্যায়ের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হয়েছে টেকনাফ সরকারী কলেজ।


৬ আগস্ট বিকেলে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা’র অফিসের সভাকক্ষে টেকনাফ সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক ও দলীয় ম্যানেজার বারবর এই আদেশনামা জারি করেন।



বিভাগীয় পর্যায়ে চলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর (৫ আগস্ট) দুপুর ১১টায় ৩য় কোয়ার্টার ফাইনালের ১৮ ম্যাচে টেকনাফ সরকারি কলেজ, কক্সবাজার বনাম মাতামুহুরী সরকারি কলেজ, বান্দরবান এর মধ্যেকার ম্যাচের টেকনাফ সরকারি কলেজ টিমের জার্সি নং ০৭,০১,১১,০৯ নং খেলোয়াড়দের পরিচিতি চ্যালেঞ্জ করলে সরকারি মাতামুহুরী কলেজের আনীত অভিযোগ শুনানী করা হয়।


এতে উভয় পক্ষকেই লিখিত ও মৌখিকভাবে প্রমাণের সুযোগ দেয়া হয় এবং রেকর্ড করা হয়। এক পর্যায়ে অভিযুক্ত ৪ খেলোয়াড়দের আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেয়া হলে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে এবং এবং তারা জানায় পরিচয় গোপন করেই খেলছে তারা।


তাদের সেচ্ছায়প্রদত্ত স্বীকারোক্তি এটি প্রমাণিত হয়েছে যে তারা টেকনাফ সরকারি কলেজ টিমের ৭নং জার্সিধারী খেলোয়াড় সায়েম আনোয়ার তুষার এর প্রকৃত নাম কাওসার হামিদ, ১নং জার্সিধারী খেলোয়াড় মোঃ ইয়াসির এর প্রকৃত নাম মামুনুর রশীদ, ১১নং জার্সিধারী খেলোয়াড় ইব্রাহীম খালেক এর প্রকৃত নাম শেখ আহমেদ এবং ৯নং জার্সিধারী খেলোয়াড় জুনায়েত এর প্রকৃত নাম জাহিদুল ইসলাম।




এবং এই গর্হিত ও অন্যায়ের সাথে কলেজ ক্রীড়া শিক্ষক ও জিয়াউর রহমানের যোগসাজেশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।


এই টুর্নামেন্টের বিধি মোতাবেক চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা ভুয়া পরিচয়ে খেলায় অংশ গ্রহণ করায় টেকনাফ সরকারি কলেজ কে উক্ত টুর্নামেন্টে থেকে বহিষ্কার ও ২০২৩ সাল থেকে ২০২৬ অর্থাৎ ৩ বছর পর্যন্ত সকল পর্যায়ের টুর্নামেন্টে থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024