|
Date: 2023-08-07 13:27:41 |
দেশ ও জাতির কল্যাণে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ছাত্র মজলিসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখা। গতকাল বিকেলে শ্রীমঙ্গল শহরের স্থানীয় এক রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল 'কৃতি শিক্ষার্থী সংবর্ধনা' ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, মেধাবীরা দেশের সম্পদ। ঘুণেধরা জাহেলি সমাজ ব্যবস্থা ভেঙ্গে ইসলামী সমাজ প্রতিষ্ঠাসহ দেশ ও জাতির কল্যাণে মেধাবীদের আরও এগিয়ে আসতে হবে।
ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রাফি উদ্দিন মাবরুর এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক আবিদ হাসান এবং বায়তুলমাল সম্পাদক নাঈম হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, মৌলভীবাজার শহর শাখার সাবেক সেক্রেটারি এনাম উল্লাহ খান , খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিন, সিলেট জালালাবাদ শাখা সভাপতি ইমদাদুল হক ইয়াহইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রচার সম্পাদক শেখ এমাদ, মাহফুজুর রহমান, তালহা জুবায়ের, সাদিকুর রহমান প্রমুখ।
© Deshchitro 2024