|
Date: 2023-08-07 14:03:11 |
যশোরের অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৩ জন আসামীকে আটক করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ, এবিএম মেহেদী মাসুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া ১৩ জন আসামী আটক করে অভয়নগর থানা পুলিশ।আসামীরা হলেন উপজেলার কোটা বকুলতলা গ্রামের মৃত ইউসুফ ফকিরের ছেলে খলিল ফকির , তার নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা, উদ্ধার করেছ পুলিশ, বর্নী গ্রামের ওমর আলীর ছেলে মোঃ আকবর আলী, তার নিকট থেকে পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে, আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক ভাবে মামলা রুজু হয় । এছাড়া গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামরা হলেন মহাকাল ভাঙ্গাগেট গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে মোঃ আরমান হোসেন, গ্রামতলা ৮নং ওয়ার্ডের লগেন দাসের স্ত্রী বাশি রানী দাস, গ্রামতলা (০৮ নং ওয়ার্ডের ফনি দাসের ছেলে লগেন দাস, গ্রামতলা ৮ নং ওয়াডের সধান্য দাসের ছেলে তপন দাস, ধোপাদি পশ্চিম পাড়ার আঃ রহমান গাজির ছেলে মোঃ ওমর গাজী, ধোপাদি গ্রামের আব্দুল্লাহর ছেলে মোঃ ইবাদুল গাজী, গ্রামতলার ৮ নং ওয়ার্ডের সুধান্য দাসের ছেলে বিশ্বনাথ তরুন দাস, ধোপাদি গ্রামের আব্দুল্লাহর ছেলে মোঃ শাহীনুর গাজী,গ্রামতলার ৮নং ওয়ার্ডের মৃত বুধো দাসের ছেলে কৃষ্ণ দাস, গ্রামতলা (০৮ নং ওয়াডের কৃষ্ণ দাসের ছেলে চয়ন দাস,গুয়াখোলা প্রফেসর পাড়া শাহী মোড়ের আনেয়ার শেখের ছেলে মোঃ বুলবুল আহম্মেদ সহ সর্ব মোট ১৩ জন আসামীদেরকে আটক করে বিচারের নিমিত্তে ইং- ০৭/০৮/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024