|
Date: 2023-08-07 15:05:23 |
বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত থাকায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সতর্ক সংকেত থকায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সোমবার (৭ আগস্ট) সকালবেলা বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর ভোলা নদীবন্দর কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
তিনি আরো জানান, বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় সতর্কসংকেত থাকায় নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। নিরাপত্তার কারণে ভোলা সদর উপজেলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী রুটের সব লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই রুটের সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এদিকে সাগরে সতর্কসংকেত ও বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখনও চলছে। উত্তাল রয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।
© Deshchitro 2024