আস্তে আস্তে সবাই ছেড়ে যাবে!

স্থায়ীভাবে কেউ কারো জীবনে কোনোদিনও থাকে না,এমনকি আপনিও কারো জীবনে স্থায়ী নন।

আজ থেকে পাঁচ বছর আগে যারা আপনার পাশে ছিল,তার সবাই কি এখনো আপনার পাশে আছে?নিশ্চয়ই না।

বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক কিছু হারায়!

তার মধ্যে হারানোর তালিকায় থাকে অনেক প্রিয়জন কিংবা আপনজন।

কেউ কারো জীবনে স্থায়ীভাবে কোনোদিনও থাকতে আসে না।ক্ষণিকের মোহ কিংবা মিছে মায়ার বাঁধনে জড়িয়ে থেকে যায় কয়েক দিন,মাস কিংবা বড়জোর কয়েক বছর।

তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে;এই আসা যাওয়ার মাঝে,মানুষ সবাইকে মনে রাখে না!মানুষ ঠিক তাদেরই মনে রাখে,যারা কষ্ট দেয় কিংবা প্রচন্ড ভালোবাসতো একটা সময়।

জন্মের পর থেকেই মানুষ একা–ভীষণ একা!

পৃথিবীর অপরিহার্য নিয়মের বাইরে গিয়ে কেউ কারো জীবনে স্থায়ীভাবে থাকতে পারে না কখনো।মানুষ আসে,স্মৃতি আবিষ্কার করে আবার চলেও যায়!

ক্ষণস্থায়ী এই জীবনে কোনোকিছুই স্থায়ী নয়!

সবাই ছেড়ে যায়,এমনকি একটা সময় নিজের আত্মাটাও নিজেকে ছেড়ে যেতে আর দ্বিতীয়বার ভাবে না!সেখানে মানুষ ছেড়ে যাবে না,তা কি করে হয়?

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024