|
Date: 2023-08-08 03:33:02 |
কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন মামুন (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মামুন মহেশখালী পৌরসভার কলেজ পাড়া এলাকার রফিকের ছেলে। সে লিডারশীপ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের খরচ যোগাতে পড়াশোনার পাশাপাশি টমটম চালায় শিক্ষার্থী ইয়াছিন মামুন। দুপুরে টমটম গাড়িতে চার্জ দিতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাজ উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি।
© Deshchitro 2024