|
Date: 2023-08-08 04:11:18 |
আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পারিবারিক কলহে মারজিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) প্রেরণ করা হয়েছে।
আত্মঘাতি গৃহবধূ উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের বেটখৈর আটআনিপাড়া গ্রামের মেয়ে।
এর আগের দিন রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মারজিয়া খাতুন।
জানা যায়, গত তিন মাস আগে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের বেটখৈর আটআনিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে সুলতান মাহমুদের সঙ্গে মারজিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে আত্মহত্যা করে মারজিয়া। স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত সাড়ে ৮ টার দিকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
© Deshchitro 2024