শেরপুর জেলার ঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্যকেন্দ্রের আয়োজনে স্মৃতি চারণ, আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিহা সুলতানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ। ভিডিও সম্প্রচার অনুষ্ঠান শেষে ৭ জন দুঃস্থ ও অসহায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024