শ্যামনগরে স্কুল শিক্ষার্থীদের বিতর্ক, আইসিটি প্রতিযোগিতা ও   পুরস্কার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় ভাব-বাংলাদেশের আয়োজন ও রোটারি  গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় শিক্ষার্থীদের ইংরেজি, গণিত, আইসিটি ও বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ পুরস্কার ও সনদ পত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন,  ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ। আইসিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এবং ইংরেজি ও গণিতে প্রথম স্থান অধিকার করেছে ত্রিপানি বিদ্যাপীঠ।

ছবি- শ্যামনগরে ভাবের বিতর্ক প্রতিযোগিতা শেষে সনদ ও পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি ইউএনও মোঃ আক্তার হোসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024