নিজেকে ভালোবাসতে পারলে কারো কটুকথা, ছেড়ে যাওয়া কিংবা কোনো আ'ঘা'ত-ই আপনাকে আ'ত্ম'হ'ত্যা'র পথে টেনে  নিতে পারবে না; আপনার আ'ত্ন'হ'ত্যা'য় কারো কিছুই থেমে যাবে না কখনো... বরং আপনার সবটাই থেমে যাবে; আ'ত্ন'হ'ত্যা যে করে দিনশেষে সে-ই সব সময় সব কিছুর দো'ষারোপের ভাগি হয়... কারণ! তার কথাগুলো বলার আর জায়গা থাকে না; আপনার আ'ত্ন'হ'ত্যা'য় আপনারই সবটা যাবে অন্য কারো কিছু নয়... তাই আ'ত্ন'হ'ত্যা'র পথ বেছে না নিয়ে আরও যু'দ্ধ করা উচিত, তাতে অন্তত ওপারে ভালো থাকবেন; এভাবে যু'দ্ধক্ষেত্র থেকে পালিয়ে কি লাভ হলো?... এখন "এ কুল" "ও কুল" দু'কুলই গেলো, এ পারে যেমন ভালো থাকতে পারলেন না ঠিক তেমন ওপারেও আর ভালো থাকা হলো না।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024