|
Date: 2023-08-09 04:54:04 |
প্রবল বর্ষণে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়ার বেতাগী অংশে দুই তীরে তীব্র ভাঙন, ঝুঁকির মুখে শত শত ঘরবাড়ি-ফসলি জমি। ভাঙন পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী ও বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম। পরিদর্শনকালে তারা দুর্গত বাসিন্দাদের সাথে কথা বলেন, তাদের জন্য চাল ও কম্বল দেন এবং নিরাপদে সড়ে যেতে অনুরোধ করেন। নিকটস্থ স্কুলগুলোতে আশ্রয় নিতে পারবেন বলে জানান। তারা আরও জানান, ভাঙন প্রতিরোধে ইতিমধ্যেই তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র সহায়তায় প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুব দ্রুত তা বাস্তবায়ন হবে বলে জানান তারা।
© Deshchitro 2024