টাঙ্গাইলের মধুপুরে ’আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ এ স্লোগানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

বুধবার বেলা ১১ টায় উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠি  সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিস্টার ইউজিন নকরেক।

অনুষ্ঠানে কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন  ইউসিজিএম সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম এর সহসভাপতি মিস্টার অজয় এ মৃ্। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী মামুনুর রশীদ। অনুষ্ঠানের মুল আলোচক লেখক ও গবেষক মিস্টার থিওফিল নকরেক।

বর্ণাঢ্য শোভাযাত্রার পর জাতীয় সঙ্গীত, গারোদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি বাজিয়ে ও নৃত্যের তালে তালে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর বিশেষ প্রার্থনা, প্রয়াত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গারো নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান, ছরোয়ার আলম খান আবু। উপজেলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠিনা নকরেক, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম। ক্ষুদ্র নৃগোষ্ঠি নেতা গৌরাঙ্গ বর্মণ, ভরত চন্দ্র বর্মণ, মিস্টার প্রলয় নকরেক, মিসেস জাসিন্তা নকরেক, মিসেস অর্চনা নকরেক, মিস্টার প্রবীন এন,কে বর্মণ, মিস্টার জন যেত্রা, মিস্টার এপ্রিল পৌল মৃ, মিস্টার রঞ্জিত নকরেক, রেভা মধুনাথ সাংমা প্রমুখ। 

 এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠি নেতারা আদিবাসী স্বীকৃতি ও তাদের অধিকার আদায়ের পক্ষে জোরালো দাবি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024