|
Date: 2022-09-20 12:13:02 |
ফেনীর দাগনভুইয়া বেকের বাজার থেকে প্রবাসীর স্ত্রীর টাকা চিনতাই
এমদাদ খান ফেনী থেকে ফিরে
ফেনীর দাগন ভুইয়া বেকের বাজার থেকে প্রবাসীর স্ত্রীর ৫০হাজার টাকা চিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০সেপ্টেম্বর) প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায় ফরিদা আক্তার স্বপ্না নামে এক প্রবাসী স্ত্রী জনতা ব্যাংক বেকের বাজার শাখা থেকে টাকা তুলে সিএনজিযোগে ফেনী দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার বেকের বাজার পার হয়ে আলিপুর রাস্তার মাথা এলাকায় এলে যাত্রী বেসে থাকা সিএনজিতে অজ্ঞাতনামা দুই ছিনতাই কারী ছাকু দিয়ে আঘাত করে ব্যানেটি ব্যাগ ও ধাক্কা দিয়ে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহা সড়কে ফেলে দেয়।
পিছন দিক থেকে আসা ফেনী মুখী সিএনজিতে থাকা লোকজন তার চিৎকারে এগিয়ে আসে এবং ভুক্তভোগী কে নিয়ে দাগনভূঞা থানায় এসে ঘটনা টি অফিসার ইনচার্জ কে খুলে বল্লে তাৎখনিক এএসআই জামাল এর নেত্বীত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাটি তদন্তে আসে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জনতা ব্যাংক বেকের বাজার শাখা ম্যানাজার আনোয়ার হোসেন জানান ১১,৩০টায় দিকে ফরিদা আক্তার টাকা উত্তলন করে চলে যায়। কিছুক্ষণ পরে এসে বিষটি জানালে চিনতাই হওয়া চেক বই টি থেকে টাকা যেন উত্তলন করতে না পারে বিষয়টি জেলা শাখায় জানিয়েছি।
ভুক্তভোগী জানান, ব্যাংক থেকে টাকা তুলে সিএনজি যোগে ফেনী যাচ্ছিলাম বেকের বাজার পার হওয়ার পর সিএনজিতে থাকা যাত্রী বেসে ছিনতাইকারীর একজন সামনে থেকে পিছনে এসে বসে সন্দেহ হলে নামিয়ে দিতে ছাকু নিয়ে প্রথমে মোবাইল ফোন পরে ব্যাগ সহ টাকা নিয়ে ফেনী নোয়াখালী আঞ্চলিকের আলিপুর রাস্তার মাথায় সড়কে আমাকে পেলে দেয়। ঘটনা স্হল পরিদর্শনে আসেন এএসপি সার্কেল মাশকুর রহমান তিনি বলেন সিসি ফুটেজ ও মোবাইল ফোন টেকিং করে দ্রুত ব্যবস্হা নেওয়ার নির্শেদ দেন।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না।
© Deshchitro 2024