|
Date: 2023-08-09 12:13:27 |
আবার দেখা হবে
দেখা হবে,
পুবের হাওয়ায়
সূর্য ওঠা ভোরে।
আবার দেখা হবে
দেখা হবে,
ঝুম বৃষ্টির রাতে
যখন চন্দ্রের সৌন্দর্য
মেঘের আড়াল হবে।
আবার দেখা হবে
দেখা হবে,
শিশিরে ভেজা পদ্ম দিঘির মাঝে।
কাশফুলেদের সাজে।
•• লেখক : ইমন হাওলাদার ••
© Deshchitro 2024