নান্দাইলে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু



ময়মনসিংহের নান্দাইলে খালের পানিতে  ডুবে এনুর নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (৯ আগষ্ঠ)সকাল ১০ টায় উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


শিশু এনুর পলাশিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. রফিকের মেয়ে।


স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, সকালে শিশু এনুর বাড়ির পাশ দিয়ে প্রবাহিত বাটালি খালের উপর নির্মিত ব্রিজের উপর বসে বাদাম খাচ্ছিল।হঠাৎ সবার অজান্তে শিশু এনুর খালের পানিতে পড়ে যায়।


দীর্ঘ সময় এনুরকে দেখতে না পেয়ে সকাল সাড়ে ৮ টা থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাকে বাড়ির অদুরে পলাশিয়া বটতলা নামক স্থানে বাটালি খালের পানিতে ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্বার করে বাড়িতে নিয়ে আসে।


স্থানীয় ইউপি সদস্য মো.সাইদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,শিশুটি ব্রিজের উপর বসে বাদাম খাচ্ছিল। হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন দীর্ঘসময় খোঁজাখুঁজি করে দুপর ১২ টায় বাড়ি থেকে আধাকিলোমিটার দুরে পলাশিয়া বটতলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্বার করে।


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাশেদুজ্জামান রাশেদ বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি আমি অবগত নই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024