|
Date: 2023-08-09 16:05:22 |
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকেলে শহরের একটি মিলনায়তনে কিশোরকন্ঠ পাঠ প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্টপোষক আব্দুল কাইয়ুম মুরাদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- মেধাবী হওয়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মানে মেধাবীদেরকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।
এতে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ফোরামের চেয়ারম্যান তাহমিদ আহমদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা পৃষ্টপোষক শামীম আহমদ, মেহেদী হাসান তুহিন সহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য গত মাসে কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগীতা জেলা পর্যায়ে অনুষ্টিত হয়। এতে সারা জেলায় প্রায় পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করে আজ পুরষ্কার বিতরনীর মাধ্যমে জেলা পর্যায়ের প্রতিযোগীতা শেষ হয়।
© Deshchitro 2024