ঝালকাঠির নলছিটিতে ডাইসু উল্টে ডাইসু হেলপার মো: সালাউদ্দিন (১৪) নিহত হয়েছে। 

নলছিটি উপজেলার কাঠের পুল নামক স্থানে বৃহস্পতিবার সকালে এ ঘটন ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নলছিটি দপদপিয়া সড়কের কাঠেরপুল নামক স্থানে নলছিটি পৌর শহর মুখী একটি ডাইসু সড়কের পাশে উল্টে গেলে হেলপার মো: সালাউদ্দিন চাপা পরে। 

স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সালাউদ্দিন উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো: আপ্তার আলীর ছেলে। নলছিটি থানার ওসি মু.আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024