মোঃ তাসনীম হোসেন

 সবার সেরা ছিলাম আমি,

নাম ছিল আমার বিশ্বজোড়া।

সময়ের সাথে তাল মিলিয়ে,

দুনিয়ার মোহে আত্মভুলা।


বীরের বেশে ন্যায়ের পথে,

পরিচয় ছিল সাহায্যকারী।

দুঃখের দিনেও সঙ্গী সাথি,

এই পৃথিবীর সর্বধারী।


ভুলেছি আমি আদর্শ আমার,

জানতে চাইনি কভু।

নব্য দুনিয়ার কলহে পরে,

পরিচয় মোর নিভু।


সুদিন যদি পাইতে চাহি,

ফিরতে হবে পিছে।

নব্য দুনিয়ায় ফুটবে হাসি,

মোদের ছায়ার নিচে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024