|
Date: 2023-08-10 08:30:01 |
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় প্রাণ হারালেন দুই সহোদর। বিষয়টি চকরিয়া থানার পরিদর্শক জাবেদ মাহমুদ নিশ্চিত করেছেন।
বুধবার (০৯ আগস্ট) রাত ১১টার দিকে চকরিয়া উপজেলা বিএমচর ইউনিয়নের বহাদ্দারকাটায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই তাদের বাবার অবস্থাও আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) ও শহিদুল ইসলাম (২২)।
পুলিশ জানিয়েছে, সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামলে বিষক্রিয়ায় মৃত্যু হয় দুই ভাইয়ের। এ ঘটনায় নিহতদের বাবা আনোয়ার হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।
© Deshchitro 2024