কিছুদিন আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ঘুরে বেড়িয়েছেন শাকিব খান। সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। বাবা-ছেলের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এবার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর গর্ভে জন্ম নেওয়া শেহজাদ খান জয়কে নিয়েও আলাদাভাবে ঘুরবেন তিনি।


বৃহস্পতিবার (১০ আগস্ট) আমেরিকা থেকে দেশে ফিরেছেন শাকিব খান। বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।



শাকিব বলেন, ‘আব্রাহাম-শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’


এর আগে গেল ৪ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। মূলত, ৭ জুলাই দেশটিতে ‘প্রিয়তমা’র মুক্তি উপলক্ষ্যে সেখানে গিয়েছিলেন।


জানা গেছে, শিগগিরই নতুন সিনেমার ঘোষণা দেবেন শাকিব খান। তার মধ্যে রয়েছে অনন্য মামুন পরিচালিত প্যান ইন্ডিয়ান ছবি। কয়েকদিনের মধ্যেই এই ছবি সম্পর্কে বিস্তারিত জানানোর কথা রয়েছে।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024