শৈলকূপা (ঝিনাইদহ)  বুধবার দিবাগত রাতে  গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপার লাঙ্গল বাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম অভিযান চালিয়ে উলুবাড়িয়া গ্রাম থেকে নারোদ মন্ডল নামের  কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ আটক করেছে। আটক কৃত মাদক ব্যবসায়ী নারোদ মন্ডল  উপজেলার ঠাকুর মালিথিয়া গ্রামের হারাধন মন্ডলের ছেলে। এলাকাবাসী সুত্রেজানা গেছে, নারোদ মন্ডল শশুড় বাড়ি থেকে  দীর্ঘদিন  ধরে  লাঙ্গলবাঁধ বাজার,করুনাকর, উলুবাড়িয়া, চাকদা, কামাড়িয়া মালিথিয়া ওঠাকুর মালিথিয়া  সহ বিভিন্ন গ্রামে  গাঁজা  ইয়াবা সহ বিভিন্ন নেশা জাতীয় মাদক দ্রব্য বেচাকেনা করত। ইতিপৃর্বে মাদক সহ কয়েকবার পুলিশ তাকে আটক করে মামলা  দিয়ে  কোটে সোপর্দ করেছে। কয়েকদিন হাজতবাস করে জামিনে বেরিয়ে এসে সে আবার মাদকের ব্যবসা শুরু করে,। এদিকে মাদক ব্যবসার সাথে জড়িত রাঘব বোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে থাকায় কোন ভাবেই মাদকের ব্যবসা বন্ধ হচ্ছে না। যার কারনে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যা নিয়ে এলাকার চলছে নানা সমালোচনা।    এব্যাপারে লাঙ্গল বাঁধ ক্যাম্পের এস আই হামিদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী নারোদ মন্ডল কে প্রায় ১শ গ্রাম গাঁজা  সহআটক করেছি, তার বিরুদ্ধে মাদককের মামলা দিয়ে কোটে সোপর্দ করেছি।।  সে এলাকায়  দীর্ঘ দিন ধরে  মাদকের ব্যবসা করত।তার নামে শৈলকূপা থানাসহ বিভিন্ন থানায়  একাধিক মাদকের মামল রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024